শুটিংয়ের আড়ালে রিসোর্টে মডেলকে ধর্ষণ, পরিচালকসহ আটক ১৮, রিসোর্ট সিলগালা
বিশেষ প্রতিনিধি: নাটকের শুটিংয়ের কথা বলে এক মডেলকে রিসোর্টে নিয়ে ধর্ষণের অভিযোগে গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবারের (২৭ সেপ্টেম্বর) এই অভিযানে ‘রাস রিসোর্ট’ নামের ওই প্রতিষ্ঠান থেকে দুই নারীসহ ১৮ জনকে আটক করা হয়েছে। একই সাথে, বৈধ কাগজপত্র না থাকায় রিসোর্টটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়।
এই ঘটনায় ভুক্তভোগী ২৪ বছর বয়সী ওই মডেল নিজে বাদী হয়ে নাট্য পরিচালক নাসির (৩৫), তার সহযোগী বাবর (৩২) এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে যা বলা হয়েছে:
মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, গত রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে নাটকের শুটিংয়ের কথা বলে পরিচালক নাসির তাকে রাজধানীর মিরপুরের বাসা থেকে শ্রীপুরের ‘রাস রিসোর্টে’ নিয়ে আসে। সেখানে তাকে একটি কক্ষে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয় এবং পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন (২২ সেপ্টেম্বর) তার কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের একটি আইফোন কেড়ে নিয়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ওই তরুণী চিকিৎসা শেষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীপুর থানায় মামলাটি করেন।
ভুক্তভোগী তরুণী জানান, “আমাকে অভিনয়ের কথা বলে ডেকে আনা হয়েছিল। কিন্তু এখানে এনে কাচের বোতল ভেঙে আঘাত করা হয় এবং হত্যার ভয় দেখিয়ে পাশবিক নির্যাতন চালানো হয়। আমি প্রশাসনের কাছে আমার ওপর হওয়া এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।”
অভিযান ও আইনি পদক্ষেপ:
ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা প্রশাসন ‘রাস রিসোর্টে’ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানের সময় রিসোর্টের ১০৩ নম্বর কক্ষ থেকে প্রধান অভিযুক্তরা পালিয়ে গেলেও সেখান থেকে যশোর থেকে আনা দুই নারীসহ মোট ১৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৬ জন রিসোর্টের কর্মকর্তা-কর্মচারী।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী পরিচালনার জন্য কোনো বৈধ নিবন্ধন বা কাগজপত্র দেখাতে না পারায় রিসোর্ট কর্তৃপক্ষকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, “অভিযানে রিসোর্টের কক্ষ থেকে বিদেশি মদসহ অসামাজিক কার্যকলাপের বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে, যা এখানে অবৈধ কর্মকাণ্ড চলার বিষয়টি নিশ্চিত করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে রবিবার আদালতে প্রেরণ করা হবে।” তিনি আরও জানান, মামলার প্রধান ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, অভিযুক্ত পরিচালক নাসির তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি সেখানে ঘুরতে গিয়েছিলেন এবং তাকে ফাঁসানোর জন্য ব্ল্যাকমেল করা হচ্ছে।



