
সাইফুল্লাহ মোঃ খালিদ রাসেল: অবশেষে বদলি করা হলো সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানকে। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ আদায় এবং নামে-বেনামে একাধিক বিলাসবহুল ফ্ল্যাট অর্জনের মতো গুরুতর অভিযোগ নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করে। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংবাদ প্রকাশের পর অভিযোগগুলো যাচাই-বাছাই শেষে তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, হাবিবুর রহমান দায়িত্বে যোগদানের পর থেকেই নামজারিসহ বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে জিম্মি করে আর্থিক সুবিধা আদায় করতেন। তার দাবিকৃত অর্থ না দিলে নানা অজুহাতে সেবাপ্রার্থীদের হয়রানি করা হতো, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
হাবিবুর রহমানের বদলির খবরে সিদ্ধিরগঞ্জ এলাকায় স্বস্তি ফিরে এসেছে। ভুক্তভোগী এলাকাবাসী এই পদক্ষেপের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্নীতিবাজ কর্মকর্তার অত্যাচারে তারা অতিষ্ঠ ছিলেন। একই সঙ্গে, তারা ভবিষ্যতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণে রাখার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এদিকে, সমাজের সচেতন মহল মনে করে, এই বদলির ঘটনা প্রমাণ করে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দেশ দুর্নীতিমুক্ত হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবে।



