নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনকে বিলম্বিত করার জন্য একটি দেশব্যাপী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক। তার মতে, যারা দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালুর পক্ষে, তারাই এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে।
সোমবার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
এম এ মালেক বলেন, কিছু ‘উচ্চাভিলাষী’ নেতা দেশে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর অজুহাতে সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছেন। তার মতে, এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হলো প্রাণ হারানো ছাত্রদের ন্যায়বিচার বাধাগ্রস্ত করা এবং জনগণের ভোটাধিকার হরণ করা।
সিলেট-৩ আসন থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী এই নেতা বলেন, “আমি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে দেশে এসেছি।” তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, “ইনশাআল্লাহ, আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জিতব এবং সারা দেশে বিএনপি বিজয়ী হবে। দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে।”
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি গত ১৫ বছর ধরে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।”
তরুণ ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি একটি উৎসবমুখর নির্বাচনের আশা প্রকাশ করেন। বক্তব্যের শেষে তিনি সিলেটবাসীকে আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং আগামী ১ অক্টোবর পূজামণ্ডপ পরিদর্শনের পরিকল্পনার কথা বলেন।



