বরগুনায় বিকাশের এনালগ প্রতারণা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, মাঠে তৎপর পুলিশ,আতঙ্কে ডিজিটাল চক্র

অপরাধ বিচিত্রা ডেস্ক : বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার টিমের তৎপরতায় বিকাশ প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।গত এক মাস যাবৎ বরগুনা জেলার বিভিন্ন থানায় সাধারণ মানুষ বিকাশ প্রতারণার মাধ্যমে অর্থ হারানোর অভিযোগ জানিয়ে আসছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন বিল্লাহ জেলা সাইবার ইনভেস্টিগেশন সেলকে সংঘবদ্ধ প্রতারক চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন।নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা সাইবার ইনভেস্টিগেশন সেল (সি.আই. সেল) যৌথভাবে পর্যবেক্ষণ চালিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করে।
অবশেষে ৩ অক্টোবর ২০২৫ বিকেল সাড়ে চারটার দিকে আমতলী উপজেলার উত্তর চিংড়াখালী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—১️ মোঃ রাকিব খান (২৫), পিতা-মৃত আক্তার হোসেন, সা:-লাইট হেসম, থানা-গাজীপুর, ডাকঘর-আটচাখাইর্যা, জেলা-গাজীপুর। ২️আবুল রহমান (২৬), পিতা-মোঃ শাহিনুর মৃধা, সা:-চিংড়াখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা। ৩️ নাঈম (২২), পিতা-আবদুল্লাহ, সা:-চিংড়াখালী, থানা-আমতলী, জেলা-বরগুনা।পুলিশ জানায়, আসামিরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে বিকাশ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।মামলার বাদী জানিয়েছেন, গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে বিকাশের মাধ্যমে মোট ৮,০০০ টাকা পাঠানো হয়। তদন্তে জানা গেছে, আসামি রাকিব খানের বড় ভাই রাসেল খান (২৭) প্রায় ৩০ বছর ধরে দুবাইয়ে প্রবাসী হিসেবে অবস্থান করছেন। সেই পরিচয় ব্যবহার করে “নাক-মুখে রক্ত পড়ছে” এমন মিথ্যা গল্প বলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হতো। ঘটনার পর আমতলী থানায় মামলা (নং-০৭, তারিখ ০৫/১০/২০২৫) দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০ ও ৩৪ ধারায় রুজু হয়েছে। বাদী জানিয়েছেন, প্রতারণার মাধ্যমে মোট ৩৮,০০০ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রটির অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে ও আমাদের অনুসন্ধানে জানা গেছে, এই প্রতারক চক্রটি কোনো সাধারণ ‘এনালগ’ প্রতারক দল। তবে প্রযুক্তি ব্যবহারে দক্ষ একটি ডিজিটাল চক্র ও এর সাথে জড়িত , যারা দীর্ঘদিন ধরে অনলাইনে থেকে ধরা-ছোঁয়ার বাইরে থেকে প্রতারণা চালিয়ে আসছিল। জেলা সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা পুলিশ টিমের যৌথ প্রচেষ্টায় এই অভিযান সফল হয়েছে বলে বরগুনা জেলা পুলিশের মিডিয়া শাখা নিশ্চিত করেছে।—



