ইসলামে স্বামীর মর্যাদা ও স্ত্রীর কর্তব্য
ইসলামিক বিচিত্রা ডেস্ক: ইসলামে পারিবারিক জীবনে সম্প্রীতি ও শৃঙ্খলা রক্ষায় স্বামীর প্রতি স্ত্রীর সম্মান ও আনুগত্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা তারিক জামিল তার “অবাধ্য নারীর পরিণতি” গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি কুরআন ও হাদিসের আলোকে দেখিয়েছেন যে, স্বামীর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা স্ত্রীর অন্যতম প্রধান কর্তব্য।
গ্রন্থে বলা হয়েছে, কোনো স্ত্রীর জন্য তার স্বামীকে তুচ্ছ জ্ঞান করা বা অসম্মান করা হারাম (নিষিদ্ধ)। এমনকি স্বামী যদি বেনামাজি, মদ্যপায়ী বা অন্য কোনো পাপে লিপ্ত থাকেন, তবুও স্ত্রীর আচরণে তার প্রতি অবজ্ঞা প্রকাশ করা যাবে না। অনেক সময় দেখা যায়, যেসব নারী ব্যক্তিগত জীবনে নামাজ-রোজার পাবন্দ, তারা তাদের অপেক্ষাকৃত কম ধার্মিক স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, যা একেবারেই অনুচিত।
মাওলানা তারিক জামিল উল্লেখ করেন, স্বামীর ব্যক্তিগত আমল বা গুনাহের কারণে তার অভিভাবকত্বের অধিকার খর্ব হয় না। ইসলামে স্বামীকে পরিবারের অভিভাবক ও শাসক হিসেবে গণ্য করা হয়েছে। এই বিবেচনায় তার প্রতি আনুগত্য অপরিহার্য। তিনি উদাহরণ দিয়ে বলেন, শাসক যদি গুনাহগারও হয়, তবুও তার আনুগত্য করা ফরজ। স্বামীর বিষয়টিও অনুরূপ।
বইটিতে আরও বলা হয়েছে, স্বামী যদি ব্যক্তিগত জীবনে ফেরাউন বা ইয়াযীদের মতো পাপীও হয়, তবুও তার আনুগত্য করা স্ত্রীর জন্য ওয়াজিব। স্ত্রীর উচিত স্বামীকে বায়জিদ বোস্তামীর মতো সম্মানীয় মনে করা এবং তার অবাধ্য না হওয়া।
তবে এই আনুগত্য শর্তহীন নয়। যদি স্বামী কুরআন ও হাদিসের পরিপন্থী কোনো নির্দেশ দেন, যেমন—পাপ কাজে লিপ্ত হতে বলেন বা ফরজ ইবাদতে বাধা দেন, তবে সেই নির্দেশ পালন করা থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে স্বামীকে অসম্মান না করে, বিনয়ের সঙ্গে বিষয়টি বুঝিয়ে বলতে হবে। কোনোভাবেই তার সঙ্গে বেয়াদবি করা যাবে না।
মাওলানা তারিক জামিল আরও একটি সাধারণ ভুলের কথা উল্লেখ করেন। অনেক নারী স্বামীর খেদমত ও সাংসারিক দায়িত্ব বাদ দিয়ে নফল ইবাদত, যেমন—যিকির-আযকার ও তাসবিহ-তাহলিলে ব্যস্ত থাকেন। স্বামী কোনো প্রয়োজনে ডাকলে বা এক গ্লাস পানি চাইলেও তারা সেদিকে মনোযোগ দেন না। এটি একটি ভুল ধারণা। স্বামীর বৈধ আদেশ মানা স্ত্রীর জন্য ওয়াজিব (বাধ্যতামূলক), যেখানে নফল ইবাদত মুস্তাহাব (ঐচ্ছিক)। ওয়াজিবের গুরুত্ব মুস্তাহাবের চেয়ে অনেক বেশি।
সূত্র: “অবাধ্য নারীর পরিণতি” গ্রন্থ (পৃষ্ঠা নং: ৪০-৪১), লেখক: মাওলানা তারিক জামিল।



