প্রবাসবৈশ্বিকরাজনীতিসংগঠনসম্পাদকীয়

পর্তুগালে অ্যাডভোকেট মনজিল মোরশেদকে সংবর্ধনা; প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ `কাজের অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (HRPB)-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদকে পর্তুগালে সংবর্ধনা প্রদান করা হয়েছে। লিসবনে প্রবাসী সংগঠন ‘কাজা দো বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা তাদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের মিলনায়তনে এই মতবিনিময় ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ‘কাজা দো বাংলাদেশ’-এর সভাপতি রনি হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাডভোকেট মনজিল মোরশেদের অসামান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, নদী, পাহাড় ও বনভূমির মতো প্রাকৃতিক সম্পদ রক্ষায় তাঁর আইনি সংগ্রাম দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবেও প্রশংসিত। বক্তারা আশা প্রকাশ করেন, অ্যাডভোকেট মোরশেদ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসীদের আইনি সুরক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানেও কার্যকর ভূমিকা রাখবেন।

সংবর্ধনার জবাবে প্রধান অতিথি অ্যাডভোকেট মনজিল মোরশেদ প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবাসীরাই দেশের রেমিট্যান্স-নির্ভর অর্থনীতির মূল চালিকাশক্তি এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরছেন। তাঁদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।” তিনি প্রবাসীদের অবদানকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন এবং তাঁদের সমস্যা সমাধানে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘কাজা দো বাংলাদেশ’-এর প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ, আশরাফ আহমদসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্টজনেরা।

সভা শেষে উপস্থিত সকলে প্রবাসী সমাজকে আরও সুসংগঠিত করে বাংলাদেশ ও প্রবাসীদের অভিন্ন স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button