ময়মনসিংহে বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার মালামাল লুট

মোহাম্মদ রাসেল ফকির: ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকায় এক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে চোরের দল বাড়ির স্টিলের দরজা কেটে ভেতরে প্রবেশ করে নগদ আড়াই লাখ টাকা, প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার এবং ব্যাংকের চেক বইসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী দিদারুল ইসলাম (৩৫) জানান, তিনি নগরীর ২৯ নং ওয়ার্ডের বাদেকল্পা এলাকার মরহুম নুরুল ইসলামের (নুরু মেম্বার) পুত্র। সোমবার রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া শেষে আনুমানিক রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, রাত দেড়টা থেকে ভোর পাঁচটার মধ্যে কোনো এক সময় চোরের দল এই ঘটনা ঘটায়।
চোরের দল ধারালো অস্ত্র দিয়ে বসতঘরের স্টিলের দরজা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা দিদারুল ইসলামের মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে চাবি নিয়ে স্টিলের আলমারি খুলে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং আনুমানিক ১৭ ভরি স্বর্ণালংকার (যার বর্তমান বাজারমূল্য প্রায় ২৯ লক্ষ ৫০ হাজার টাকা) চুরি করে।
এছাড়াও রুপালী ব্যাংকের সি.কে. ঘোষ রোড শাখার একটি চেক বই (হিসাব নং-০৮০২০১০০০৫৬৭৫) নিয়ে যায়, যার কয়েকটি পাতাও (ক্রমিক নং- SBLX-9190216 থেকে 9190220) খোয়া গেছে।
ঘটনাটি প্রথম নজরে আসে পরদিন সকাল ৬টার দিকে, যখন তাদের বাসার গৃহকর্মী এসে দরজা কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে এবং তারা চুরির বিষয়টি সম্পর্কে অবগত হন।
দিদারুল ইসলাম জানান, পরিবারের লোকজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।



