ডেস্ক রিপোর্ট: সুদীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেলেন বাংলাদেশ রেলওয়ের দুই অভিজ্ঞ ক্যারেজ অ্যাটেনডেন্ট। কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এক আবেগঘন ও আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করেন তাদের প্রিয় সহকর্মীরা, যেখানে আনন্দ-আয়োজনের পাশাপাশি ছিল ভালোবাসার অশ্রুসিক্ত মুহূর্ত।
অবসরে যাওয়া দুই কর্মী হলেন মোঃ তোফাজ্জল হোসেন ও মোঃ নাজিম উদ্দিন। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ অ্যান্ড ওয়াগন), চট্টগ্রাম দপ্তরের অধীনে এসএসএই হেড টিএক্সআর কার্যালয়ে বর্ণাঢ্য কর্মজীবন শেষে গত ৩ অক্টোবর, শুক্রবার, তারা আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।
এই দুই সহকর্মীর বিদায় উপলক্ষে রেলওয়ে ক্যারেজ অ্যাটেনডেন্ট কাউন্সিল, চট্টগ্রাম শাখা এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে। ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে পুরো আয়োজনটি এক উৎসবে রূপ নেয়। সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী দুই কর্মী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যারেজ অ্যাটেনডেন্ট কাউন্সিল চট্টগ্রাম শাখার সভাপতি জনাব আলী আকবর। এছাড়াও সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম এবং সদস্য মোঃ শহিদুল ইসলাম মরন, মোঃ নাহিদুল ইসলাম, মোঃ মিজান, মোঃ জাহাঙ্গীর আলম, শংকর কান্তি দে, বিপ্লব, বাদল, দিনেশসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের উপদেষ্টা (তথ্য ও জনসংযোগ) জাকির আহমেদ এবং সিলেট রেলওয়ে বিদ্যুৎ বিভাগের কর্মী রাব্বিন।
সহকর্মীরা স্মৃতিচারণ করে বলেন, “আন্তঃনগর ও মেইল এক্সপ্রেস ট্রেনের দীর্ঘ যাত্রাপথে তোফাজ্জল হোসেন ও নাজিম উদ্দিন ছিলেন আমাদের বিশ্বস্ত সহচর ও আপনজন।” তারা উভয়ের অবসরকালীন জীবন যেন সুস্থ, সুন্দর ও শান্তিময় হয়, সেই কামনা করেন।



