
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী সরকারপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওই গ্রামের মৃত ওজি মামুদের ছেলে মোজাম্মেল হক এবং মাহে আলম সরকার জুয়েলের স্ত্রী মৌসুমি বেগম।

তারাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত দুজনই আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় আসামিদের রংপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।



