হাশরের ময়দানে ‘সহজ হিসাব’: ডান হাতে আমলনামা পাওয়ার পুরস্কার ও তাৎপর্য
ইসলামিক বিচিত্রা ডেস্ক: কেয়ামতের দিন প্রতিটি মানুষকে তার জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এই অনিবার্য হিসাব-নিকাশের মুহূর্তে মুমিনদের জন্য এক বিশেষ পুরস্কারের ঘোষণা রয়েছে পবিত্র কুরআনের সূরা আল-ইনশিকাকে। সেখানে বলা হয়েছে, যারা তাদের আমলনামা ডান হাতে পাবে, তাদের হিসাব হবে অত্যন্ত সহজ এবং তারা আনন্দিত চিত্তে তাদের পরিবারের কাছে ফিরে যাবে।
‘সহজ হিসাব’ বলতে কী বোঝানো হয়েছে?
ইসলামী ব্যাখ্যাকারদের মতে, (হিসাবান ইয়াসিরা) ‘সহজ হিসাব’ বলতে এমন এক প্রক্রিয়াকে বোঝানো হয়েছে, যেখানে হিসাব গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার কড়াকড়ি বা জেরা করা হবে না। অর্থাৎ, কোনো মুমিন বান্দাকে ডেকে তার ছোট-বড় প্রতিটি কাজের জন্য কৈফিয়ত তলব করা হবে না। তাকে জিজ্ঞেস করা হবে না যে, “তুমি অমুক কাজটি কেন করেছিলে?” বা “ওই কাজের পেছনে তোমার কী অজুহাত ছিল?”
যদিও তাদের আমলনামায় নেক কাজের পাশাপাশি গুনাহের কথাও লিপিবদ্ধ থাকবে, কিন্তু নেক কাজের পাল্লা ভারী হওয়ায় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের ছোটখাটো অপরাধগুলো উপেক্ষা করবেন এবং ক্ষমা করে দেবেন। এটি মূলত আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া ও সম্মানের প্রকাশ।
এই সহজ হিসাবের বিপরীতে কুরআন মজিদে পাপাচারী ব্যক্তিদের জন্য “সু-উল হিসাব” বা ‘কঠিন হিসাব-নিকাশ’-এর কথা বলা হয়েছে (সূরা আর-রা’দ: ১৮)। অন্যদিকে, সৎকর্মশীলদের প্রসঙ্গে সূরা আল-আহকাফের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, “এরা এমন লোক যাদের সৎকাজগুলো আমি গ্রহণ করে নেব এবং অসৎকাজগুলো মাফ করে দেবো।”
হাদিসের আলোকে ‘সহজ হিসাবের’ প্রকৃত রূপ
এই সহজ হিসাবের প্রকৃতি আরও স্পষ্টভাবে ফুটে ওঠে উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.) বর্ণিত একটি হাদিসে। তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কেয়ামতের দিন যার (পুঙ্খানুপুঙ্খ) হিসাব নেওয়া হবে, সে ধ্বংস হয়ে যাবে (অর্থাৎ আযাব থেকে রক্ষা পাবে না)।”
এই কথা শুনে হযরত আয়েশা (রা.) প্রশ্ন করেন, “আল্লাহ কি কুরআনে বলেননি যে, তার হিসাব সহজ হবে?”
উত্তরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিষয়টি স্পষ্ট করে বলেন, “এই আয়াতে যাকে ‘সহজ হিসাব’ বলা হয়েছে, তা প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গ জিজ্ঞাসাবাদ নয়; বরং এটি কেবল মহান আল্লাহর সামনে আমলনামা পেশ করা মাত্র। (আল্লাহ তার নেক আমল দেখে বলবেন, ‘যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম।’) কিন্তু যার প্রতিটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, সে কিছুতেই শাস্তি থেকে রক্ষা পাবে না।” [বুখারী: ৪৯৩৯, মুসলিম: ২৮৭৬]
সুতরাং, সহজ হিসাব হলো আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অনুগ্রহ, যেখানে বান্দার ভালো কাজগুলোকে স্বীকৃতি দিয়ে তার ত্রুটি-বিচ্যুতিগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এটি মুমিনদের জন্য এক বিরাট সুসংবাদ, যা তাদের আল্লাহর প্রতি আরও অনুগত হতে উৎসাহিত করে।



