চট্টগ্রামের বদ্দারহাটে পুলিশের অভিযান: মাদক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার

নাছির হাওলাদার: চট্টগ্রাম উত্তর জুনের উপ পুলিশ কমিশনার আমিরুল সাহেব,
চাঁদগাও থানার, ওসি, জাহেদুল, করিম, এচ, আই, শাহাবুদ্দিন,এস, আই, লোকমান, এস, আই, আজিজ, এস, আই, হারেছ কুসুম,সোয়াট, টিম, ও, থানার টিম এর নেতৃত্বে। গোপন সংবাদের ভিত্তিতে বদ্দারহাট এলাকার কাঁচাবাজারের পেছনে একাধিক টার্গেট স্থানে হঠাৎ অভিযান চালানো হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে, যাহারা মাদক অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানায়।
উত্তর উপ পুলিশ কমিশনার আমিরুল সাহেব সাংবাদিককে জানান,
চট্টগ্রামকে মাদক অপরাধ মুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি এই অভিযান চলমান থাকবে কেউ আইনের উর্ধ্বে নয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার জানিয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক একটি ছোট শব্দ জীবনের সবচেয়ে বড় ধ্বংস ডেকে আনতে পারে অনেকেই প্রথমে কৌতূহল থেকে কেই মানসিক কষ্ট থেকে মাদক গ্রহণ শুরু করে কিন্তু একবার এই পথ বেছে নিলে তা থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায় মাদক শুধু একজন ব্যক্তিকে নয় পুরো পরিবার সমাজ ও জাতিকে ধ্বংসের পথে ঠেলে দেয়।যুবসমাজ একটি জাতির মেরুদন্ড।
কিন্তু যুবকরা যখন মাদকের ফাঁদে পড়ে তখন একটি দেশ তার সম্ভাবনাময় ভবিষ্যৎ হারিয়ে ফেলে।
মাদক কোন আনন্দ বা মুক্তির রাস্তা নয় এটি ধ্বংসের গভীর খাত আমাদের প্রত্যেককে মাদক থেকে দূরে থাকতে হবে এবং পরিবার বন্ধু ও সমাজকে সচেতন করতে হবে মনে রাখতে হবে। একবার না বলুন জীবন বাঁচান।



