বিসিএসে সুপারিশ প্রাপ্ত হলেন ফুলগাজীর কৃতি সন্তান ডাঃ সজিব
পরশুরাম নিউজ ডেস্ক: ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়নের খাজুরিয়া গ্রামের কৃতি সন্তান,খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা:মাশিউর রহমান(সজিব) ৪৮ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
তিনি খাজুরিয়া গ্রামের আমিনুর রহমান ও তাসলিমা আক্তার দম্পত্তির ছেলে। খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা,নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করেন। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে পড়াশোনা শেষ করে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি হাসপাতালে যোগদানের অপেক্ষায় রয়েছেন।
তার এ সাফল্যে খাজুরিয়া গ্রামের মানুষ আনন্দিত ও উচ্ছ্বাসিত।বিসিএসে সুপারিশ প্রাপ্ত হলেন
ফুলগাজীর কৃতি সন্তান ডাঃ সজিব



