দেশবাংলাদেশমানববন্ধনশিক্ষাসম্পাদকীয়

বাড়েনি ভাতা, প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রাজপথে শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক: প্রতিশ্রুতি অনুযায়ী ভাতা বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবি আদায়ে আবারও রাজপথে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। রবিবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর ব্যানারে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

শিক্ষকদের মূল দাবিগুলো হলো, শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা। আন্দোলনকারী শিক্ষকরা জানান, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এসব বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশ এবং ক্ষুব্ধ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে নামমাত্র বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দিয়ে জীবনধারণ করা শিক্ষকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষায় সরকারের উচিত অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়া। দাবি পূরণের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন।

আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীদের এই কর্মসূচির ফলে প্রেস ক্লাব সংলগ্ন এলাকার রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের বেতন-ভাতা সংক্রান্ত বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি চালাচালির কথাও জানা গিয়েছিল। তবে, সম্প্রতি বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর একটি প্রস্তাব দেওয়া হলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেন এবং শতাংশের ভিত্তিতে ভাতা নির্ধারণের দাবিতে অনড় থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button