
পূর্ণতা চৌধুরী: দেশের সরকারি হাসপাতালগুলোতে বিরাজমান তীব্র চিকিৎসক সংকট নিরসন এবং বিভিন্ন বিসিএসে উত্তীর্ণ প্রার্থীদের আটকে থাকা নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে সোচ্চার হয়েছেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার (১২ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে ৪৪তম থেকে ৪৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এই দাবি জানান।
সমাবেশে অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, দীর্ঘ সময় ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় একদিকে যেমন হাজারো চিকিৎসকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনই দেশের স্বাস্থ্যসেবা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে, মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়ায় হাসপাতালগুলোতে চিকিৎসকের ঘাটতি দিন দিন প্রকট হচ্ছে, যা জনস্বাস্থ্য সেবায় বিপর্যয় ডেকে আনছে।
বক্তারা আরও উল্লেখ করেন, চিকিৎসক সংকটের সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এর ফলে সাধারণ রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং তাদের ভোগান্তি বাড়ছে। স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে দ্রুত নতুন চিকিৎসক নিয়োগের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।
সমাবেশ থেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকরা অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করে দেশের বিভিন্ন হাসপাতালে তাদের পদায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।



