রিজিক বৃদ্ধিতে কুরআনের নির্দেশনা: যে পাঁচ আমলে মহান আল্লাহ প্রাচুর্য দান করেন

ইসলামিক বিচিত্রা ডেস্ক: জীবিকা বা রিজিক নিয়ে দুশ্চিন্তা মানুষের সহজাত একটি বিষয়। তবে মহান আল্লাহ তায়ালা তাঁর অনুগত বান্দাদের জন্য রিজিক বৃদ্ধির সুস্পষ্ট পথ বাতলে দিয়েছেন। পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে এমন কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে, যা মানুষের জীবিকায় বরকত ও প্রাচুর্য এনে দেয়। নিচে রিজিক বৃদ্ধির পাঁচটি উপায় আলোচনা করা হলো।
১. তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বন
জীবিকার দুয়ার উন্মোচনের অন্যতম প্রধান শর্ত হলো তাকওয়া বা আল্লাহর ভয় অন্তরে ধারণ করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাঁর আদেশ-নিষেধ মেনে চলে, মহান আল্লাহ তার জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন।
পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, “যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।”
সূত্র: সূরা আত-তালাক: ৬৫, আয়াত: ২-৩।
২. তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা
রিজিক বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো তাওয়াক্কুল বা সর্বাবস্থায় মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখা। যে ব্যক্তি নিজের যাবতীয় বিষয় আল্লাহর ওপর সোপর্দ করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান।
এ প্রসঙ্গে কুরআনে বলা হয়েছে, “যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।”
সূত্র: সূরা আত-তালাক: ৬৫, আয়াত: ৩।
৩. দান-সদকাহ করা
আল্লাহর পথে ব্যয় করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান-সদকাহ করে, মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন এবং তাদের সম্পদে বহুগুণে বরকত দান করেন।
আল্লাহ তায়ালা বলেন, “কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন।”
সূত্র: সূরা আল-বাকারাহ: ২, আয়াত: ২৪৫।
৪. কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায়
আল্লাহর নেয়ামতের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা রিজিক বৃদ্ধির অন্যতম একটি মাধ্যম। বান্দা যখন তার প্রাপ্তির জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে, তখন আল্লাহ তাকে আরও বাড়িয়ে দেন।
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, “আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেবো, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন।”
সূত্র: সূরা ইবরাহীম: ১৪, আয়াত: ৭।
৫. ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা
অধিক পরিমাণে ইস্তিগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা রিজিক ও সন্তান-সন্ততিতে বরকত লাভের একটি পরীক্ষিত উপায়। যে ব্যক্তি নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আল্লাহ তার ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং তার ধন-সম্পদ বৃদ্ধি করে দেন।
এ বিষয়ে আল্লাহ তায়ালা বলেন, “অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী-নালা প্রবাহিত করবেন।”
সূত্র: সূরা নূহ: ৭১, আয়াত: ১০-১২।



