দেশবাংলাদেশসংগঠনসম্পাদকীয়

গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি বাম জোটের: হরিণাকুন্ডুতে সমাবেশ থেকে কঠোর হুঁশিয়ারি

ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ’২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা লুণ্ঠিত হওয়ায় সাধারণ মানুষের স্বপ্ন হতাশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেছেন, জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে অবিলম্বে গরিব মানুষের জন্য খাদ্য, কাজ ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে এবং লাগামহীন দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দাবি আদায় না হলে সাধারণ মানুষ আবারও গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়তে বাধ্য হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর বাজারে জেলা বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি কমরেড স্বপন কুমার বাগচী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মিজানুর রহমান, সিপিবির জেলা সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু এবং বাসদ জেলা কমিটির সদস্য আসাদুর রহমান।

সমাবেশে বক্তারা বলেন, “জান বাঁচাও, দেশ বাঁচাও” এই লক্ষ্যে সন্ত্রাস, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা বলেন, জুলাই মাসের গণঅভ্যুত্থান মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতীয় আগ্রাসনবিরোধী জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে সংঘটিত হয়েছিল। সুতরাং, বাংলাদেশে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন বা বন্দর লিজ দেওয়ার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ঘোষিত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় কৃষি উপকরণের মূল্য কমানো এবং উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়াও, সমাবেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলার জন্য গুরুত্বপূর্ণ জিকে সেচ প্রকল্প পুনরায় চালু এবং সরকারি চাকরিজীবীদের মতো কৃষকদের জন্যও পেনশন ভাতা চালুর জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশি-বিদেশি সমস্ত ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে এবং কোনো আগ্রাসনের কাছেই মাথা নত করা চলবে না। এই লক্ষ্য অর্জনে বামপন্থীদের নেতৃত্বে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button