অন্যান্যব্যাংক ও বীমা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

এম এ মান্নান :আল-আরাফাহ ইসলামী ব্যাংক-এ “শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ” শীর্ষক ৪
দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয়েছে।


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান
অতিথি হিসেবে ১৩ অক্টোবর, ২০২৫ সোমবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
করেন। প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, আধুনিক ব্যাংকিংয়ে
টিকে থাকতে ও নেতৃত্ব দিতে হলে প্রতিটি শাখা ব্যবস্থাপককে হতে হবে
একজন দূরদর্শী, দক্ষ ও নৈতিক নেতা। নেতৃত্ব বিকাশের জন্য প্রয়োজনীয়
বিভিন্ন উপাদান ও কৌশল এই কোর্সে শেখানো হবে, যা ভবিষ্যতে উচ্চতর
দায়িত্ব পালনে সহায়তা করবে।


তিনি আরও বলেন, নৈতিক ব্যাংকিং চর্চা ও সুশাসন প্রতিষ্ঠা শুধুমাত্র
প্রতিষ্ঠানের জন্য নয়, পুরো ব্যাংকিং খাতের জন্য অপরিহার্য। দক্ষতা ও
দায়িত্ববোধের সমন্বয়ে গড়ে ওঠা নেতৃত্বই প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী সফলতা
বয়ে আনে।


আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর
প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস
প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত
ছিলেন। প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের ৪৫ জন কর্মকর্তা
অংশ গ্রহণ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button