
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌরসভার ২নং ওয়ার্ডের বাইনছাটিয়া খিলি বাড়ি সংলগ্ন এলাকায় বাড়ির সীমানা প্রাচীর না ভেঙে অন্যের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় রাস্তা প্রশস্তকরণের কাজ শুরু হলে, রাস্তার পাশে থাকা ওমর ফারুকের দখলীয় জমির কিছু অংশ দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা চলছে। অভিযোগে বলা হয়েছে, গ্রামের খোরশেদ আলমের ছেলে মীর হোসেন, সুজাত আলীর ছেলে খোরশেদ আলম এবং কামাল মিলে রাস্তার ওপর দেয়াল নির্মাণ করে ওমর ফারুকের জমির অংশ জবরদখলের চেষ্টা করছেন।
অভিযোগে আরও বলা হয়, তারা ঠিকাদারকে চাপ প্রয়োগ করে জোরপূর্বক ওই জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণে বাধ্য করার চেষ্টা করছেন। এমনকি বহিরাগত সন্ত্রাসী এনে ওমর ফারুকের বাড়ির টিনের ঘেরাও ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
ওমর ফারুক জানান, “আগের রাস্তা থেকে তারা প্রায় দুই ফুট আমাদের দিকে ঠেলে দিয়েছে। অথচ আগের রাস্তার প্রান্ত পর্যন্ত তাদেরই দেয়াল রয়েছে। আমরা আমাদের দখলীয় সম্পত্তির ওপর রাস্তা নির্মাণ না করার জন্য লাকসাম থানা ও পৌরসভা লিখিত অভিযোগ করেছি। আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে রাস্তাটি পূর্বের অবস্থানেই নির্মাণ করা হোক।”
এ বিষয়ে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।



