আবু ত্বহার বিরুদ্ধে স্ত্রীর বিস্ফোরক অভিযোগ: শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার সাবিকুন নাহার

অনলাইন ডেস্ক: বহুল আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন তার স্ত্রী সাবিকুন নাহার। তিনি দাবি করেছেন যে, বিয়ের পর থেকেই ত্বহা তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। বুধবার (১৫ অক্টোবর) রাতে একটি সংবাদমাধ্যমের লাইভ টক শোতে যোগ দিয়ে সাবিকুন নাহার এই চাঞ্চল্যকর অভিযোগগুলো করেন।
সাবিকুন নাহার বলেন, “আবু ত্বহা মানসিকভাবে অসুস্থ। এই কথা তিনি নিজেই আমাকে বলেছেন।” তিনি আরও অভিযোগ করেন, “কোনো কারণ ছাড়াই শাসনের নামে তিনি আমাকে মারধর করেছেন। অসংখ্যবার তিনি আমাকে প্রহার করেছেন। মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লেও তিনি আমার খোঁজখবর নেননি।”
ত্বহার স্ত্রী আরও উল্লেখ করেন, “ত্বহা আমাকে প্রায় দুদিন পরপর মারধর করেন এবং চিৎকার করে বাসায় জিনিসপত্র ভাঙচুর করেন। বাসায় ভাঙচুরের অনেক প্রমাণ আমার কাছে আছে, কিন্তু তিনি এসব বিষয়ে মিথ্যা বলেন এবং অন্যদের কাছে অস্বীকার করেন।”
নিজের আত্মত্যাগের কথা স্মরণ করে সাবিকুন নাহার বলেন, “আমি না খেয়ে তাকে খাওয়াতাম, কিন্তু তার মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই।” ত্বহার গুমের ঘটনায় তাকে উদ্ধারে পরিবার যে অক্লান্ত পরিশ্রম করেছে, সে বিষয়েও তিনি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে জানান সাবিকুন। তিনি আক্ষেপ করে বলেন, “আমার গোছানো সংসার শেষ হয়ে গেছে। সে উন্মাদ হয়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য সে যা ইচ্ছা তাই বলছে। তার সমর্থকরা আমাকে গালিগালাজ করছে।”



