
আহসানুজ্জামান সোহেল, কুমিল্লা: কুমিল্লায় সিফাত ও জিসান নামে দুই শীর্ষ কিশোর গ্যাং গ্রুপের ১৭জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ এর একটি আভিজানিক দল সোমবার ভোরে অভিযান পরিচালনা করে উল্লেখিত সন্ত্রাসিদের আটক করে। এই বিষয়ে ডিবি কুমিল্লা ও কুমিল্লা কোতয়ালী থানা পুলিশের মাধ্যমে জানা যায় রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলা পুলিশের এই অভিযান পরিচালনা করা হয় এতে কুমিল্লার শীর্ষ কিশোর গ্যাং গ্রুপের কয়েকটি টিমকে টার্গেট করা হয়ে এবং দুটি গ্রুপের ১৭ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আসামীদের জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানা যায়, জনমনে স্বস্তি ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের একটি সূত্র নিশ্চিত করে।
এখানে উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীর অলি গলিতে কিশোরদের বেপরোয়া চলাফেরা, মাত্রাতিরিক্ত গতিতে বাইক রাইডিং, মাদক ক্রয় বিক্রয় ও ছিনতাই জনিত কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে, এই অভিযানের ফলে কুমিল্লা নগরীতে কিছুটা স্বস্তি ফিরে এলেও নগরীতে কিশোর গ্যাং এর সদস্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এই ধরনের অভিযান আরো পরিচালনা করা দরকার বলে মনে করেন কুমিল্লার সাধারন জনগণ।



