
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার এবং পরিবহনের মাধ্যমে বায়ুদূষণ করার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) পঞ্চগড় সদর উপজেলার ৩নং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন, পঞ্চগড়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার হর্ন ব্যবহারের দায়ে তিনটি ট্রাকের চালককে ১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া, নির্মাণ সামগ্রী পরিবহণে ব্যবহৃত একটি ট্রাকের বডি ও চাকা অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় এবং এর মাধ্যমে বায়ুদূষণ করার অপরাধে ওই ট্রাকের চালককে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। এসময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
জেলা প্রশাসন, পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী এই অভিযানে নেতৃত্ব দেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনায় পঞ্চগড় পুলিশ বিভাগের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



