কুমিল্লার ব্রাক্ষণপাড়ায় বাড়ির ছাদেঁ গাঁজা শুকানোর অপরাধে আটক একজন।

আহসানুজ্জামান সোহেল, কুমিল্লা: কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়া থানাধীন শশীদল ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলামের বাড়ির ছাদে গাজাঁ শুকানোর অপরাধে একজনকে আটক করা হয়।
২০ অক্টোবর দুপুরে একই এলাকার নূরুল ইসলামের বাড়ীতে গিয়ে ঘঠনাস্থল থেকে ছড়ানো অবস্থায় ১০০ কেজী গাজাঁ জব্দ করে পুলিশ।
উদ্ধার অভিযানে গিয়ে গাজা ক্রয় বিক্রয়ে সম্পৃক্ত থাকার সন্দেহে মেম্বারের বাড়ির পাশে পুকুরের পাড় থেকে ঐ এলাকার আব্দুল হাকিমের পুত্র কাউছার (৩০) কে আটক করা হয়। আটক কৃত আসামীর বাড়ী শশীদল ইউনিয়নের উত্তর শশীদল গ্রামে। এ সময় আসামী আটকের পাশাপাশি ১০০ কেজী গাজাঁ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ব্রাক্ষণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হাইওয়াত খান জানান, আসামীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে, আগামীকাল সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।



