অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভচট্টগ্রামদেশপ্রশাসনবাংলাদেশ

চট্টগ্রামে অস্ত্র সহ ছাত্রদল নেতা গ্রেফতার

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন- সাইদুল ইসলাম ফয়সাল (২৫) ও মো. সালাউদ্দিন (৩৬)।

তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী। সম্প্রতি সাইদুল চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস কাবাডি উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় পটিয়া পৌরসভা এলাকার ডাকবাংলা টু ঈদগাঁ বিওসি রোডে পটিয়া থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুইজনের শরীর তল্লাশি করে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানায়, তারা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রটি বহন করছিলেন। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (ডিবি ও শিল্পাঞ্চল) জানান, গ্রেফতার দুজন মোটরসাইকেলযোগে অস্ত্র নিয়ে পালাচ্ছিলেন। গোপনে তথ্যে ডিবির টিম মোটরসাইকেলটি আটকে দেয়। এরপর অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button