অপরাধএক্সক্লুসিভদুর্নীতিপ্রশাসনবাংলাদেশ

আনোয়ারা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দলিল লেখকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি: দুর্নীতির অভিযোগ

ডেস্ক রিপোর্ট: আনোয়ারা সাব-রেজিস্ট্রার জোবায়ের হোসেনের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি পালন করছে আনোয়ারা দলিল লেখক সমিতি। আজ ২০ অক্টোবর, ২০২৫ তারিখ থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে।

আনোয়ারা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সি জানান, সাব-রেজিস্ট্রার জোবায়ের হোসেনের বেপরোয়া অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং দুর্নীতির কারণে সাধারণ সেবাপ্রত্যাশী, দলিল লেখক এমনকি অফিসের কর্মচারীরাও অতিষ্ঠ। তিনি বলেন, “সাধারণ মানুষের মুখে মুখে এমন সাব-রেজিস্ট্রার আনোয়ারা আগে কখনো দেখেনি। ঘুষ ছাড়া কোনো দলিলই তিনি সম্পন্ন করেন না।”

ইব্রাহিম মুন্সি আরও অভিযোগ করেন, দলিলে নামের সামান্য ভুল থাকলে প্রত্যয়নপত্র দেখানো সত্ত্বেও ৮ থেকে ১০ হাজার টাকা অতিরিক্ত দিতে হয়। দানপত্র বা পাওয়ার অব অ্যাটর্নি দলিলের ক্ষেত্রে আইনগত বিধান থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা ছাড়া দলিল রেজিস্ট্রেশন করতে অপারগতা প্রকাশ করেন। পাওয়ার মূলে দলিল হস্তান্তরের ক্ষেত্রেও প্রতিটি পৃথক দলিলে ১০ থেকে ১৫ হাজার টাকা দাবি করা হয়। এমনকি ঘুষ ছাড়া তিনি দলিল ছাড়তে চান না।

তিনি আরও জানান, সরকারি ফিসের টাকা এবং অফিসের রেকর্ডরুমে সরকারি স্টাফ ছাড়া অন্য কারো টাকা নেওয়া বা প্রবেশ নিষিদ্ধ থাকলেও, জোবায়ের হোসেন নিয়ম ভঙ্গ করে ঘুষের টাকার ভাগ দিয়ে অফিসের দৈনিক মজুরিভিত্তিক ঝাড়ুদার দিয়ে দলিলের বিভিন্ন জালিয়াতি এবং ঘুষের টাকা আদায় করেন।

এই অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতেই আনোয়ারা দলিল লেখক সমিতি এই কলম বিরতি শুরু করেছে। ইব্রাহিম মুন্সি দৃঢ়তার সঙ্গে বলেন, “যতদিন সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে না, ততদিন জনস্বার্থে আমাদের এই কর্মসূচি পালন করে যাবো।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button