
মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র আগ্রাবাদ এলাকার ছোট পোল কাঁচা বাজার থেকে জেলা পুলিশ লাইনস সংলগ্ন বশির মোহাম্মদ সড়কটি দীর্ঘ ১৮ বছর ধরে ছিল দখল ও বিরোধের কবলে। অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হস্তক্ষেপে সেই দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগ্রাবাদ বড়পোল এক্সেস রোড না থাকাকালীন সময়ে বশির মোহাম্মদ সড়কের পূর্ব পাশ দিয়ে পুলিশের চলাচল ও রাস্তা প্রশস্তকরণের জন্য জমিটি ক্রয় করা হয়েছিল। পরবর্তীতে এক্সেস রোড নির্মিত হলেও, বশির মোহাম্মদ সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত থাকে।

কিন্তু এক সময় চট্টগ্রাম জেলা পুলিশ টিনের বেড়া দিয়ে রাস্তার পূর্ব অংশ বন্ধ করে দিলে স্থানীয়দের যাতায়াতে ভোগান্তি সৃষ্টি হয়। পরবর্তীতে বেড়া ভাঙার পর এলাকায় ফুটপাত দখল করে ভাসমান দোকান গড়ে ওঠে। সেই সঙ্গে স্থায়ী দোকানদাররাও ফুটপাত দখল করে ব্যবসা শুরু করায় রাস্তাটি প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়ে।

গত ২০ অক্টোবর বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনার পর রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের শতাধিক পুলিশ সদস্য পুনরায় বেড়া দিয়ে স্থানটি দখল করতে গেলে স্থানীয়দের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে ছোটপোল বয়াবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও স্থানীয়রা মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে প্রতিনিধি পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে বিরোধের সমাধান করেন।
পরবর্তীতে ২২ অক্টোবর মেয়র ডা. শাহাদাত হোসেন নিজে উপস্থিত থেকে বশির মোহাম্মদ সড়কটির উদ্বোধন করেন। বর্তমানে সড়কটির সংস্কার ও উন্নয়নকাজ চলমান রয়েছে।
এ সময় মেয়র বলেন, “দীর্ঘদিনের ভোগান্তি শেষ হলো আগ্রাবাদবাসীর। জনগণের স্বপ্নপূরণে এই রাস্তার কাজ যেভাবেই হোক চলবে। সিটি কর্পোরেশন এটিকে পূর্ণাঙ্গ সিটি সড়ক হিসেবে গড়ে তুলবে।”



