লালমাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুভ উদ্বোধন করেন ইউএনও হিমাদ্রী খীসা

মোঃ জাহাঙ্গীর আলম ,লালমাই প্রতিনিধি : লালমাই উপজেলার ৯ টি ইউনিয়নের ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫ খ্রিঃ সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে “কৃষিই সমৃদ্ধি ” এ স্লোগান নিয়ে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজি এবং রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
৮০ জনের মাঝে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজি বেগুন, লাল শাক,পালংশাক, লাউ,মটরশুঁটি, বাটিশাক,মুলা ৯ প্যাকেট করে বিতরণ করা হয়েছে।
১১০ জনের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ১১০ জনের মাঝে লাউ -২০০ গ্রাম,বেগুন – ৪০ গ্রাম, মিষ্টি কুমড়া – ৬০ গ্রাম, শশা-৪০ গ্রাম সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
২৫০ জনের মাঝে ১ কেজি করে সরিষা ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
১০ জনের মাঝে ৫ কেজি করে মশুর বীজ ও ১০ কেজি ডিএপি,৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
১০ জনের মাঝে ১ কেজি করে সূর্যমুখী বীজ ও ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আহসান হাবিব, মোঃ মোসলেম উদ্দিন,মোঃ আলমগীর হোসেন, জিয়াউল করিম, জহিরুল কাইয়ুম, নূরজাহান আক্তার,তাহমিনা আকতার, ইসহাক খন্দকার প্রমুখ।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন,উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিককৃষকগন উপস্থিত ছিলেন।



