মৃত্যুর পর জীবনের বাস্তবতা: আমাদের ক্ষণস্থায়ী অস্তিত্ব

ইসলামিক বিচিত্রা ডেস্ক: কি ভাবছেন মৃত্যুর পর মানুষ আপনাকে মনে রাখবে? সম্ভবত আপনি ভুল ভাবছেন। আপনার বিদায়ের কয়েক ঘণ্টার মধ্যেই কান্নার রোল থেমে যাবে। শেষ বিদায় জানাতে আসা লোকজনের মধ্যে কেউ হয়তো ফোনে কথা বলতে ব্যস্ত থাকবে, কেউবা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মগ্ন হবে। দূরে জটলা পাকিয়ে কিছু মানুষ সংসার, ব্যবসা, খেলাধুলা বা রাজনীতি নিয়ে আলোচনায় মেতে উঠবে।
পরিবারের সদস্যরা ব্যস্ত হয়ে পড়বে আত্মীয়স্বজনকে আপ্যায়ন ও দেখাশোনায়। কিছু পুরুষ চা না পেয়ে বাইরের দোকানে চলে যাবে। কোনো আত্মীয় বা বন্ধু হয়তো আপনার ছেলে বা মেয়েকে ফোন করে জানাবে যে জরুরি অবস্থার কারণে তারা উপস্থিত হতে পারেনি।
পরের দিন রাতের খাবারের পর আত্মীয়দের ভিড় কমতে শুরু করবে, কেউ কেউ হয়তো রান্নার লবণের পরিমাণ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করবে। ধীরে ধীরে ভিড় পাতলা হয়ে যাবে। পরবর্তী কয়েক দিন হয়তো আপনার ফোনে কিছু কল আসবে—কারণ তারা আপনার মৃত্যুর খবর জানে না। আপনার অফিস, ব্যবসা বা বিশ্ববিদ্যালয় আপনার অনুপস্থিতি দ্রুতই পূরণ করে নেবে।
এক সপ্তাহের মধ্যেই আপনার ছেলেমেয়েরা তাদের পড়াশোনা, কর্মক্ষেত্র বা নিজেদের আবাসে ফিরে যাবে। মাস শেষ হওয়ার আগেই আপনার জীবনসঙ্গী হয়তো কোনো কমেডি শো দেখে হাসিতে মেতে উঠবে। সবার জীবন আবার স্বাভাবিক গতিতে চলতে শুরু করবে। এই পৃথিবীর মানুষ আপনাকে বিস্ময়কর দ্রুততায় ভুলে যাবে।
আপনার প্রথম মৃত্যুবার্ষিকী হয়তো বেশ আয়োজন করে পালন করা হবে। কিন্তু চোখের পলকে একটি বছর কেটে যাবে, আর আপনার সম্পর্কে কথা বলার বা আলোচনা করার মতো কেউ হয়তো আর থাকবে না। আপনি চিরতরে মুছে যাবেন, সবার মন থেকেও।
যদি সবাই আপনাকে দ্রুত ভুলে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়, তাহলে কেন আপনি উন্মাদের মতো দিনরাত ছুটে চলেছেন? কেন এত চিন্তা করছেন? আপনি কি এসবের জন্যই পৃথিবীতে এসেছিলেন? এটাই কি আপনার ক্ষণস্থায়ী জীবনের আসল লক্ষ্য ছিল? আপনি কি আপনার একমাত্র জীবনে পরিবার, পরিজন, আত্মীয় ও বন্ধুদের সুখের জন্য, তাদের সন্তুষ্ট করার জন্য জন্মেছিলেন?
বিশ্বাস করুন, কারও জন্য কোনোদিন কিছু থেমে থাকে না, কিছুই না। আপনি না থাকলেও সবকিছু স্বাভাবিক চলবে। কোনো ব্যথা চিরস্থায়ী নয়, কেউ মনেও রাখে না। জীবন একবারই আসে। তাই প্রাণভরে বাঁচুন। এই জীবনে যদি কোনো পরম উদ্দেশ্য থাকে, তবে তা হলো সুন্দর মৃত্যু ও সুন্দর আখেরাত। সেই মহান উদ্দেশ্যের যতটা কাছে পৌঁছানো সম্ভব, তার চেষ্টা করুন। এটাই জীবন।



