Uncategorizedঅপরাধদুর্নীতিদেশপরিবেশবাংলাদেশসংগৃহীত সংবাদসম্পাদকীয়

গৌরীপুরে সোলার প্যানেল প্রকল্পে ব্যাপক দুর্নীতি, দুদকের অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। গতকাল বুধবার (২২ অক্টোবর) এই অভিযান পরিচালিত হয় গৌরীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় এবং বিভিন্ন প্রকল্প এলাকায়।

দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও টিম লিডার রাজু মো. সারওয়ার হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি সাংবাদিকদের জানান, “এই উপজেলায় প্রায় ৩০০টি সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। দুদকের দল সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছে যে, অধিকাংশ সোলার প্যানেল অকেজো বা নষ্ট অবস্থায় পড়ে আছে। অনেক স্থানে প্যানেলগুলো সঠিকভাবে স্থাপন করা হয়নি, যার ফলে সাধারণ মানুষ এই প্রকল্পগুলো থেকে কোনো সুবিধা পাচ্ছে না।”

রাজু মো. সারওয়ার হোসেন আরও উল্লেখ করেন, “আমরা যতগুলো প্রকল্প পরিদর্শন করেছি, তার প্রত্যেকটিতেই অনিয়ম ও দুর্নীতির সুস্পষ্ট প্রমাণ মিলেছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, গৌরীপুরে টিআর ও কাবিখার অধীনে ২৯০টি সোলার প্যানেল প্রকল্পে ব্যাপক লুটপাটের তথ্য নিয়ে গত ২০ এপ্রিল ‘সোলার প্যানেল প্রকল্পে লুটপাট’ শিরোনামে জাতীয়, স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয় তদন্তে নামে। এই অভিযানে আরও অংশ নেন ময়মনসিংহ কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রেজওয়ান আহমেদ ও ইব্রাহিম খলিল।

দুদকের অভিযানের টিম লিডার রাজু মো. সারওয়ার হোসেন আরও বিস্তারিত জানিয়ে বলেন, “একই ভবনের ছাদে ১০টি সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এমনকি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসেও সোলার প্যানেল খুঁজে পাওয়া যায়নি। গৌরীপুর-কলতাপাড়া সড়কে দুটি প্রকল্পের ৪০টি সোলার প্যানেলের মধ্যে মাত্র ৩২টির খোঁজ মিলেছে। ইউএনও বাসভবন, উপজেলা পরিষদ, কর্মকর্তাদের খেলাঘরসহ বিভিন্ন স্থানে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। যে সকল মানুষ বিত্তবান, তাদেরকেই এসব সোলার প্যানেল দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে, সাধারণ মানুষ যেন উপকৃত হয়, সেভাবে প্রকল্পের কাজ করা হয়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button