অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভদুর্নীতিদেশপ্রতারনাপ্রশাসনবাংলাদেশবিশ্লেষণসংগৃহীত সংবাদ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নানকের সাবেক পিএস বিপ্লবের বিরুদ্ধে দুদুকের মামলা অনুমোদন

অপরাধ বিচিত্রা ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধানে মো. মাসুদুর রহমান বিপ্লবের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তার নামে ১ কোটি ৬ লাখ ৭২ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ এবং ৪৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ১৯৩ টাকা

অনুসন্ধান প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আয়কর নথি ও অন্যান্য নির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে তার পারিবারিক ব্যয় বাবদ ৭১ লাখ ৩৮ হাজার ৪৭৯ টাকার হিসাব পাওয়া গেছে। অর্জিত সম্পদ ও ব্যয়ের যোগফল দাঁড়ায় ২ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৬৭২ টাকা। এর বিপরীতে দুদক তার বৈধ আয়ের উৎস পেয়েছে ১ কোটি ৫৬ লাখ ৫৭ হাজার ৯১৩ টাকা। অর্থাৎ, অনুসন্ধানে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ৬৮ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা বলে প্রমাণিত হয়েছে।

এই বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উৎস এবং মানিলন্ডারিংয়ের অভিযোগেই দুদক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই মামলার ফলে সরকারি পদ ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থানের বিষয়টি আরও একবার স্পষ্ট হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button