রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহর ৩৯ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ আদালতের

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (জব্দ) করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদক সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট মোট ৩৯টি ব্যাংক হিসাব জব্দের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন।
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আমানতকারীদের অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান চলছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের এমডি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে নিজের এবং পরিবারের স্বার্থে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়েছিলেন। বিশেষ করে, তার ছেলের বিদেশে পড়ালেখার খরচ মেটাতে তিনি এসব অর্থ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।
এই আদেশের ফলে ওবায়েদ উল্লাহ আল মাসুদের আর্থিক লেনদেন তদন্তের আওতায় আসবে এবং দুর্নীতির বিরুদ্ধে দুদকের চলমান অভিযান আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।



