অহংকার আল্লাহর বিশেষ গুণ: দাম্ভিকতার ভয়াবহ পরিণতি
ইসলামিক বিচিত্রা ডেস্ক: মহানবী (সা.) কঠোর সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন: “ইজ্জত (সম্মান) আমারই পোশাক এবং গর্ব-অহংকার আমারই চাদর। যে কেউ এই দুটির কোনো একটি নিয়ে টানাটানি করবে, আমি তাকে কঠোর শাস্তি দেবো।” (সহীহ মুসলিম)। অহংকার বা দাম্ভিকতা এমন এক গুণ, যা একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই শোভনীয় এবং প্রযোজ্য। এই হাদীসে রূপকভাবে এটিকে তাঁর ‘চাদর’ বা ‘পোশাক’ বলা হয়েছে।
অহংকার এক মারাত্মক আত্মিক ব্যাধি, যার কারণে ইবলিস শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছিল এবং ফেরাউন-নমরূদের মতো ক্ষমতাধরেরা ধ্বংসের অতল গহ্বরে নিক্ষিপ্ত হয়েছিল। মানুষ যখন সামান্য জ্ঞান, সম্পদ বা সামর্থ্যের অধিকারী হয়ে নিজেদেরকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তখন তারা মূলত আল্লাহর সাথে সরাসরি চ্যালেঞ্জ করে। কারণ আমাদের জীবনের সবকিছুই আল্লাহর দান— এই সত্য ভুলে অহংকার নিয়ে ‘টানাটানি’ করা মানে তাঁর বিশেষ সিফাত বা গুণের প্রতি সরাসরি হস্তক্ষেপ করা।
তাই রাসূল (সা.) এই ব্যাধির ভয়াবহ পরিণতি সম্পর্কে আরও সতর্ক করে বলেন: “যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।” (সহীহ মুসলিম)। এটিই প্রমাণ করে যে অহংকার একজন মুমিনের জন্য কত বড় বাধা।
পবিত্র কোরআনে অহংকারীদের পরিণতি
পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিকদের কঠোর পরিণতি সম্পর্কে বারবার সতর্ক করেছেন। কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত নিচে উল্লেখ করা হলো:
১. সত্য থেকে পথভ্রষ্টতা ও মোহর:
অহংকারের কারণে মানুষের অন্তরে সত্যের আলো প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন: “জমিনে যারা অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়, আমার নিদর্শনসমূহ থেকে আমি তাদের অবশ্যই ফিরিয়ে রাখব…” (সূরা আল-আ’রাফ, ৭:১৪৬)। অহংকারের কারণে তাদের অন্তর কঠিন হয়ে যায় এবং তারা সত্য ও সঠিক পথ থেকে বিমুখ হয়ে আল্লাহর নিদর্শনাবলী বুঝতে পারে না।
২. আল্লাহর অপছন্দ:
অহংকারী ব্যক্তিকে আল্লাহ অপছন্দ করেন, যা একজন মুমিনের জন্য সবচেয়ে বড় বিপদ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন: “আর তুমি অহংকারবশে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিয়ো না এবং জমিনে উদ্ধতভাবে চলাফেরা কোরো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না।” (সূরা লুকমান, ৩১:১৮)। অহংকারবশত মানুষকে তাচ্ছিল্য করা বা অবজ্ঞা করা আল্লাহ্র কাছে চরম অপছন্দের কাজ।
৩. জাহান্নামের ঘোষণা:
অহংকারীদের চূড়ান্ত গন্তব্য হলো জাহান্নাম। তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা: “বলা হবে— জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট!” (সূরা আয-যুমার, ৩৯:৭২)।
উপসংহারে বলা যায়, বিনয় প্রতিটি মুমিনের অপরিহার্য গুণ। আসুন, আমরা অহংকারের এই ভয়াবহ আত্মিক রোগ পরিহার করে বিনয়ী জীবনযাপনে অভ্যস্ত হই, যাতে আমরা আল্লাহর প্রিয়পাত্র হতে পারি এবং জাহান্নামের কঠোর পরিণতি থেকে নিজেদের রক্ষা করতে পারি।



