অপরাধআইন ও বিচারআইন, ও বিচারএক্সক্লুসিভদেশপ্রশাসনবাংলাদেশসংগৃহীত সংবাদসম্পাদকীয়

সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

অপরাধ বিচিত্রা ডেস্ক: দুর্নীতি দমন কমিশন (দুদক) জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, তাঁর স্ত্রী দেলোয়ারা সুলতানা এবং ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে। পটুয়াখালীর দুদক কার্যালয়ের উপপরিচালক তানভীর আহমদ বাদী হয়ে গতকাল মঙ্গলবার (তারিখ উল্লেখ নেই, তবে গতকাল মঙ্গলবার) এই মামলাগুলো করেন।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ পটুয়াখালী-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং দশম জাতীয় সংসদে চিফ হুইফের দায়িত্ব পালন করেন।

আ স ম ফিরোজের বিরুদ্ধে দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, জাতীয় সংসদ থেকে তাঁর মোট আয় ছিল ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা। এর বিপরীতে তাঁর মোট ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। দুদক তাঁর সঞ্চয় খাতে ৮ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকার সন্ধান পেয়েছে। এ ছাড়া, আ স ম ফিরোজের নামে মোট ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। হিসাব অনুযায়ী, তাঁর নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ (আয়বহির্ভূত) ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকার অতিরিক্ত সম্পদের খোঁজ পেয়েছে দুদক।

মামলাগুলোতে আ স ম ফিরোজের পাশাপাশি তাঁর স্ত্রী দেলোয়ারা সুলতানা ও ছেলে রায়হান শাকিবের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button