দুর্নীতিদেশপরিবেশবাংলাদেশবিশ্লেষণমতামত

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বিপুল সরঞ্জাম চুরি, দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও চীনের মধ্যে জিটুজি (সরকারের সঙ্গে সরকার) চুক্তির আওতায় বাস্তবায়নাধীন পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন স্থাপন প্রকল্পে বিপুল পরিমাণ সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। ছয় বছর মেয়াদী এই প্রকল্পটি ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও গত বছরের ৫ আগস্টের পর থেকে রেললাইন সংযোগের কাজ বন্ধ রয়েছে। এই সুযোগে প্রকল্পের এলাকা থেকে প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার লোহা ও অন্যান্য সরঞ্জাম নিয়মিতভাবে চুরি হয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র মতে, এই বিশাল অঙ্কের দুর্নীতি কতিপয় রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং চায়না প্রকল্পের নিরাপত্তাকর্মীদের যোগসাজশে সংঘটিত হচ্ছে। কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকা সত্ত্বেও দক্ষিণ কেরানীগঞ্জের চায়না ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের গুদাম থেকে লোহা-লক্করসহ মূল্যবান সরঞ্জাম অত্যন্ত সুচারুভাবে সরানো হচ্ছে।

প্রকল্পের কাজ বন্ধ থাকার সুযোগে এই চুরি ও অনিয়ম পুরো প্রকল্পটির আর্থিক ক্ষতি করছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button