
অপরাধ বিচিত্রা ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির মাঠে কালো টাকার প্রভাব নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা যাতে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করতে না পারেন, সে জন্য তাদের সম্পদ ও আয়ের উৎস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।
দুদক সূত্রে জানা গেছে, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা, আয়কর রিটার্ন এবং সম্পদ বিবরণীর নথিগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে প্রার্থীদের মানি লন্ডারিং কার্যক্রম ও সন্দেহজনক আর্থিক লেনদেন নজরদারিতে রাখবে কমিশনের গোয়েন্দা ইউনিট।
জানা যায়, বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার প্রার্থীর আর্থিক তথ্য যাচাইয়ের কাজটি আরও সুসংগঠিত এবং নির্ভুলভাবে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে দুদক। এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিতে কমিশন এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছে।
দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, কমিশনের গোয়েন্দা সেল ইতিমধ্যে বিষয়টির পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে। যারা ইতোমধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বা প্রচারণা শুরু করেছেন, তাদের আর্থিক লেনদেন ও সম্পদ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে, প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা চূড়ান্ত হলে, তাদের হলফনামা এবং আগের বছরগুলোর আয়কর রিটার্ন মিলিয়ে দেখা হবে। হলফনামা বা অন্যান্য নথিতে কোনো অসঙ্গতি বা গোপন সম্পদের সন্ধান পাওয়া গেলে কমিশন তা আমলে নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।



