অপরাধ বিচিত্রা ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি ও পদ্মা নদীর ঘাট এলাকায় পর্যটনবান্ধব উন্নয়ন কাজে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৯০ লাখ টাকা বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত করেছে কমিটির প্রধান জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্রের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে তদন্ত কমিটি কুঠিবাড়ি পরিদর্শন করে অনিয়মের প্রাথমিক প্রমাণ পেয়েছেন বলে জানান মুকুল কুমার মৈত্র।
এই প্রকল্পে ওয়াশ ব্লক, ওয়াটার রিজার্ভার, গভীর নলকূপ, পাম্প মোটর, আরসিসি রোড, সাইট ডেভেলপমেন্ট, বেঞ্চ ও ছাতার নির্মাণ খরচে এবং বরাদ্দের মধ্যে অসঙ্গতি পাওয়া গেছে।
তদন্ত কমিটি জানায়, প্রকল্প ব্যয়ের কাগজে-কলমে হিসাব দেখানো হয়েছে ৬৯ লাখ টাকা। তবে বাকি অর্থের (২১ লাখ টাকা) সঠিক ব্যাখ্যা দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক গণশুনানিতে এই অভিযোগ ওঠে। এরপর জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্রকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।



