
মোঃ ইয়াদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়ন এবং ভোটার ও সমর্থকদের দ্বারে দ্বারে পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী পৌর শাখার উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা নভেম্বর) বিকাল ৫টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান।
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, সাধারণ সম্পাদক গৌরনদী পৌর শাখা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আগৈলঝাড়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ মাহবুব ইসলাম, মোঃ আবদুল আউয়াল লোকমান সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গৌরনদী উপজেলা বিএনপি।
আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভনুর রহমান মনির মোল্লা, গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হাওলাদার, মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার সাজ্জাদ তোতা, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মোঃ টিটোন মোল্লা,
সরকারি গৌরনদী কলেজের সাবেক জিএস মোঃ জামাল হাওলাদার, গৌরনদী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ আবুল কালাম, গৌরনদী উপজেলা শ্রমিকদলের সভাপতি সরোয়ার মোল্লা, আবদুল মালেক আকন, মোঃ নজরুল ইসলাম, মোঃ আলী মাঝি, মোঃ আনিসুর রহমান ফকির, মোঃ সানাউল খান, ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান,মোঃ রনি,
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের দমন-নিপীড়ন, মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির মধ্যেও বিএনপি নেতাকর্মীরা দৃঢ়ভাবে আন্দোলনে অটল রয়েছে।
ও বিএনপি চেয়ারপারসনের নেতৃত্বে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ৩১ দফা কর্মসূচি হলো একটি জাতীয় পুনর্গঠন রূপরেখা, যার মাধ্যমে জনগণের অধিকার, ন্যায়বিচার এবং স্বাধীনতার চেতনা পুনরুদ্ধার করা সম্ভব হবে।
গৌরনদীর প্রত্যেক ওয়ার্ড, পাড়া ও মহল্লায় এই কর্মসূচি পৌঁছে দিতে তারা নিরলসভাবে কাজ করবেন। জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে বিএনপির ৩১ দফা কর্মসূচি ব্যাখ্যা করা হবে এবং ভোটারদের সচেতন করার কাজ চলমান থাকবে।
সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও দলের নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ এবং গৌরনদীতে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ।



