কুমিল্লাদুর্ঘটনাবাংলাদেশ

কুমিল্লা দেবিদ্বারে লরিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

অপরাধ বিচিত্রা ডেস্ক: কুমিল্লা–সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লরিচাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নাজমুল হাসান এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী নজরুল ইসলামের বড় ছেলে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, মাত্র দুই মাস আগে তিনি প্রবাস জীবন শেষ করে দেশে ফেরেন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২/৯/২০২৫ইং) বিকেলে নাজমুল মোটরসাইকেলে করে কুমিল্লা থেকে তার নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে বেগমাবাদ এলাকায় পৌঁছানোর পর তার মোটরসাইকেলটি দ্রুতগামী একটি লরির সঙ্গে সংঘর্ষে পড়ে। দুর্ঘটনার পর নাজমুল লরির চাকার নিচে চলে যান এবং সেখানেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে মিরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি পরিদর্শন করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত লরি ও মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে ঘটনার পরপরই লরির চালক ও তার সহকারী পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রবাস থেকে ফেরা তরতাজা যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাহাবাদসহ দেবিদ্বার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button