অপরাধএক্সক্লুসিভচট্টগ্রামদুর্নীতিপ্রতারনাপ্রশাসনবাংলাদেশ

ভূমিদস্যু গুলজারের বিরুদ্ধে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম হাটহাজারী উপজেলা কুয়াইশ বুড়িশ্চর এলাকায় নতুন আতঙ্কের নাম ভূমিদস্যু গোলজার আলম। গুলজারের বিরুদ্ধে বিভিন্ন ব্যাক্তির জমিতে জোরপূর্বক সাইনবোর্ড টাঙ্গিয়ে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগ পাওয়া যায়।

অভিযোগকারীরা জানান আওয়ামীলীগ সরকারের সময় আওয়ামী নেতা ইউনুস গনির নাম ভাঙ্গিয়ে জমি দখল, চাদাবাজি করতো। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এলাকার মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেলেও আবারও সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গুলজার গংরা নতুন উদ্যমে ফিরে আসায় আবারও অস্বস্তিতে কুয়াইশ বুড়িশ্চরের সাধারন মানুষ। গুলজার এখন বিএনপি”র নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের জমিতে সাইনবোর্ড টাঙানো লোকজন দিয়ে সীমানা প্রাচীর ভাঙা, জবর দখল করছে বলে জানান ভুক্তভোগী মাসুদ, ঝন্টু বিকাশ দাস, কুলসুমাসহ অনেকে।

মাসুদ ও ঝন্টু দাশ জানান, আমাদের পারিবারিক সম্পত্তি ভূয়া দলিল ও খতিয়ান বানিয়ে জবর দখল করে গুলজার পরবর্তীতে আমার আইনের আশ্রয় নিলেই গুলজারের জালিয়াতি ধরা পড়ে। পুলিশ তাকে আটক করে, বেশ কিছুদিন জেলে থাকার পর, জামিনে মুক্তি পেয়ে আবারও জবর-দখল শুরু করে গুলজার। ভুক্তভোগী কুলসুমা বেগম জানান, ১৪ বছর আগে আমার কেনা সম্পত্তি হঠাৎ গোলজার সাইনবোর্ড লাগিয়ে দেয়। স্থানীয় ব্যাক্তিদের বিষয়টি জানানের পরবর্তীতে সালিশে বৈঠকে গুলজার তার পক্ষে কোন ডকুমেন্টস হাজির করতে পারেননি।

১ লা নভেম্বর শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে আমার জমি বাউন্ডারি ওয়ালে ভেতরে প্রবেশ করে গাছ কেটে বাউন্ডারি ওয়ালের ক্ষতি সাধন করে। জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এ বিষয়ে গেলজারকে প্রশ্ন করলে কোন উত্তর না দিয়ে তার ছেল রিপনের হাতে ফোন দিয়ে দেন। গুলজারের ছেলে সাংবাদিকদের হুমকি দিয়ে বলেন, আমরা জমি দখল করেছি কি করবেন করেন। অন্যের জমি এভাবে দখন করতে পারেন, উত্তরে হুমকি সূরে বলেন,আমাদের ক্ষমতা আছে দখল করেছি করবো। ২০১৭ সালে ২২ নভেম্বর বুড়িশ্চরে জমি দখলে গিয়ে একটি সংখ্যালঘু পরিবারের উপর হামলা করে গুলজার ও তার পেটুয়া বাহিনী।

এসময়, রুনু কুমার দাশসহ পাঁচজন আহত হন। এই ঘটনায় মামলার আসামী হয় গোলজার। কুয়াইশ, বুড়িশ্চর, হিন্দুপাড়া, ধুপকুল এলাকায় একাধিক ব্যাক্তির সম্পত্তি দখল করার অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়। হাটহাজারী থানার মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

অভিযোগের বিষয়ে গুলজারের কাছে জানতে তার ব‍্যক্তিগত নাম্বারে একাধিক বার ফোন দিলে ও তিনি রিসিভ করেন নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button