Uncategorized

পবিত্র কুরআনে বর্ণিত পাঁচ গুরুত্বপূর্ণ তথ্য: আদি মানব থেকে সর্বশেষ রাসূল (সা:)

ইসলামিক বিচিত্রা ডেস্ক: স্রষ্টার ঐশী গ্রন্থ পবিত্র কুরআনে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ পাঁচটি মৌলিক তথ্য ও ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরা হয়েছে, যা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য শিক্ষণীয়। নিচে এই পাঁচটি ঘটনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা দেওয়া হলো, যা কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে:

১. ও ২. পৃথিবীতে প্রথম হত্যা ও প্রথম মৃত্যু:

মানব ইতিহাসের প্রথম হত্যাকারী ছিলেন হযরত আদম (আঃ)-এর পুত্র কাবিল, আর তাঁর হাতেই প্রথম মৃত্যুবরণ করেন তাঁর ভাই হাবিল। সূরা আল-মায়িদাহ-এর ২৭ থেকে ৩১ নম্বর আয়াতে এই মর্মস্পর্শী ঘটনাটি সবিস্তারে বর্ণিত হয়েছে। যখন তারা উভয়ে কোরবানি পেশ করেন, তখন একজনের (হাবিলের) কোরবানি কবুল হয় এবং অন্যজনের (কাবিলের) কবুল হয় না। এরপর ঈর্ষান্বিত কাবিল হাবিলকে হত্যার হুমকি দেয় এবং ফলশ্রুতিতে তাকে হত্যা করে। আল্লাহ বলেন, “আর আপনি তাদের নিকট আদমের দুই পুত্রের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করুন। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ মুত্তাকিদের কোরবানিই কবুল করেন।”

৩. ইসলামের প্রথম নবী হযরত আদম (আঃ):

হযরত আদম (আঃ)-কে আল্লাহ তায়ালা কেবল প্রথম মানুষ হিসেবেই নয়, বরং মানবজাতির কাছে প্রেরিত প্রথম নবী হিসেবেও মনোনীত করেছেন। সূরা বাকারার ৩০-৩৮ নম্বর আয়াতে তাঁর সৃষ্টি, জ্ঞান এবং মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তায়ালা ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন, “আর যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব…”।

৪. আল্লাহর প্রেরিত প্রথম রাসূল হযরত নূহ (আঃ):

নূহ (আঃ)-কে আল্লাহর প্রেরিত প্রথম ‘রাসূল’ বা বার্তা বাহক হিসেবে গণ্য করা হয়। তিনি তাঁর জাতিকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানিয়েছিলেন। আল্লাহ তায়ালা তাঁর বক্তব্য তুলে ধরে বলেন, “নিশ্চয়ই আমি নূহকে তার জাতির নিকট পাঠিয়েছিলাম, অতঃপর সে বলল, হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই।”

৫. আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ):

পবিত্র কুরআন হযরত মুহাম্মাদ (সাঃ)-কে মানবজাতির জন্য প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ঘোষণা করেছে। তাঁর মাধ্যমে নবুয়তের ধারার পরিসমাপ্তি ঘটে। সূরা আহযাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে বলেন, “মুহাম্মাদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button