গৌরনদী পৌর যুবদল নেতা ইয়াবা স্পট থেকে আটক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাবকে ইয়াবা সেবনের একটি স্থান থেকে আটক করেছে পুলিশ। তার বড় ভাই গোলাম মোর্শেদ মাসুদ বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশের নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার গৌরনদী পৌর এলাকার নির্দিষ্ট একটি স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় গোলাম মাহাতাবকে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটকের পর তাকে বর্তমানে গৌরনদী থানা হাজতে রাখা হয়েছে।
যুবদলের একজন দায়িত্বশীল নেতার এমন ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মহলে ব্যাপক জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত বক্তব্য বা মন্তব্য প্রকাশ করা হয়নি।



