অপরাধআইন ও বিচারপ্রশাসন

স্ত্রীর হাতে স্বামী খুন মামলা রুজুর ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব -১০

গত ২৩/১০/২০২৪ খ্রিঃ তারিখ ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন গোলাম বাজার তালতলা এলাকায় পারিবারিক কলহের জের ধরে উল্লেখিত এলাকায় বাড়াটিয়া বাসায় বসবাসকারী জনৈক মোঃ নয়ন মিয়ার দ্বিতীয় স্ত্রী নয়ন মিয়াকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। অতঃপর স্থানীয় লোকজন নয়নকে রক্তাক্ত আহত অবস্থায় চিকিৎসার জন্য মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানকার বর্তব্যরত চিকিৎসক নয়নের অবস্থা গুরুতর বুঝতে পেরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক নয়নকে সাথে সাথে উক্ত হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। পরবর্তীতে একই তারিখ বিকাল আনুমানিক ১৭:০০ ঘটিকায় উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় মৃত ভিকটিম নয়নের প্রথম স্ত্রী শাহানা আক্তার (২৩) বাদী হয়ে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় আসামী ভিকটিম নয়নের দ্বিতীয় স্ত্রী শারমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ-২৪/১০/২০২৪ইং, ধারা-৩০২ দন্ড বিধি। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী শারমিন আত্মগোপনে চলে যায়।  

ইতোমধ্যে ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে সরাসরি জড়িত ভিকটিম নয়নের দ্বিতীয় স্ত্রী শারমিনকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় *অদ্য ২৬/১০/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায়* র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় *ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল মর্জিনা পট্টি এলাকায়* একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে “ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন” শীর্ষক চাঞ্চল্যকর হত্যাকান্ডে সরাসরি জড়িত ভিকমিট নয়নের দ্বিতীয় স্ত্রী পলাতক একমাত্র প্রধান আসামী *শারমিন (৩০)’*কে মামলা রুজুর ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button