
নিজস্ব প্রতিবেদক: আজ ০৪ নভেম্বর ২৫ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার শীষপুর হাজী রাজা মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন —জনাব মোঃ আবুল কালাম আজাদ,চেয়ারম্যান, ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদ, কুমিল্লা সদর দক্ষিণ।
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে বিভিন্ন আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে চান্দিনা উপজেলায় ‘শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন’ ক্যাম্পেইন উদ্বোধন, উপজেলা পরিষদ তিতাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম নিয়ে আলোচনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে জনগণের সভা অনুষ্ঠিত হওয়া উল্লেখযোগ্য। এই সভাগুলোর মূল উদ্দেশ্য হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং নিবন্ধন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করা।
উদ্দেশ্য: জন্ম-মৃত্যু নিবন্ধনে শতভাগ সাফল্য অর্জন এবং নাগরিক সেবায় সবার সচেতনতা বৃদ্ধি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদের সচিব,কামাল উদ্দিন সেক্রেটারি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষকদল। সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সহযোগিতায় ছিলেন: জান্নাতুল ফেরদৌস মজুমদার সাবিনা (মহিলা মেম্বার), ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড,
২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদ, কুমিল্লা সদর দক্ষিণ।
একটি সুশৃঙ্খল, সচেতন ও উন্নত বাংলাদেশ গড়ার পথে — আমরা সবাই একসাথে।



