কুমিল্লাবাংলাদেশসাক্ষাৎকার

পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর এসএমই ২য় শাখার উদ্ভোধন।

আহসানুজ্জামান সোহেল, কুমিল্লা: ০৪ নভেম্বর ২০২৫ইং তারিখ দুপুর ১২ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুর এই শাখার কার্যক্রম চালু করা হয়।
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর সিনিয়র সহকারী পরিচালক আনিসুজ্জামান সবুজ এর সঞ্চালনায় এবং নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডাঃ এ কে এম আব্দুস সেলিম, বিশেষ অতিথি হিসাবে পরিচালক এ ডব্লিউ এম ওয়াহিদুজ্জামান সহ উপ-পরিচালক খোরশেদ আলম, মোস্তফা মজুমদার এবং চৌধুরী শওকত আহমেদ এবং সহকারী পরিচালক শহিদুল ইসলাম দোলন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কুমিল্লা সদর এসএমই শাখার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তার মাধ্যমে সহজ শর্তে ঋণদান করে তাদের স্বাবলম্বি করতে শাখার সদস্যদের সহযোগীতা করার প্রত্যয় ব্যাক্ত করেন।
এখানে উল্লেখ্য যে, পেইজ ডেভেলপমেন্ট সেন্টার ১৯৯৪ সাল থেকে পিকেএসএফ এর সহযোগীতায় প্রশিক্ষণ, শিক্ষা ও ঋণদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button