অপরাধআইন ও বিচারএক্সক্লুসিভগাজীপুরপ্রশাসনবাংলাদেশরাজনীতি

অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জামসহ আটক স্বতন্ত্র এমপি প্রার্থী এনামুল হক মোল্লা: নিজ বাড়িতে যৌথ বাহিনীর অভিযান

অপরাধ বিচিত্রা ডেস্ক: গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর উপজেলার একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এবং নিজেকে সাবেক বিএনপি নেতা দাবিদার এনামুল হক মোল্লাকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও সামরিক সরঞ্জামসহ নিজ বাড়ি থেকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীপুরের বরকুল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বরকুল গ্রামের আবদুল আহাদের ছেলে এনামুল হক মোল্লা (৪৮) সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে গণসংযোগ করছিলেন।

জানা যায়, এনামুল হক মোল্লার সঙ্গে তার আরও ছয় সহযোগী শওকত মীর, মো. জাহিদ, মো. মোস্তফা, মো. সিদ্দিক, বুলবুল মিয়া ও মো. তোফাজ্জলকেও একই সঙ্গে আটক করা হয়েছে।

আটককৃতদের কাছ থেকে পুলিশ দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি গুলি, চারটি ওয়াকিটকি, দুটি ইলেকট্রিক শক মেশিন, একটি হ্যামার নেলগান, একটি চাকু এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।

স্থানীয় সূত্রমতে, প্রায় ১৫ বছর সৌদি আরবে কাটিয়ে এনামুল হক গত মে মাসে বিশেষ আড়ম্বরের সঙ্গে দেশে ফেরেন। স্থানীয় রফিকুল ইসলাম জানান, গত ৮ মে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে নিজ গ্রাম বরকুলের বাড়ির কাছে অবতরণ করেন এবং স্বজনেরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

প্রতিবেশী নুরুল হক জানান, বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য এনামুল হক মোল্লা বিশাল গাড়িবহর নিয়ে প্রায়ই শোভাযাত্রা করতেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। ফেসবুকে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে তার ছবিও রয়েছে। তিনি নিজেকে ‘মক্কার মেসফালা বিএনপির সভাপতি’ বলে দাবি করলেও দলীয়ভাবে এই দাবির কোনো সত্যতা মেলেনি।

এনামুল হক মোল্লার রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপিতে তীব্র বিতর্ক রয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেব এ বিষয়ে জানান, “এনামুল হক মোল্লা কখনো বিএনপির রাজনীতি করেননি। তিনি হঠাৎ দেশে ফিরে ভুয়া রাজনৈতিক পরিচয় দিয়েছেন। আমার জানা মতে, তিনি মক্কায় এলডিপির রাজনীতি করতেন। দেশে তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।”

উল্লেখ্য, গত সোমবার জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি গাজীপুর-৩ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক এস এম রফিকুল ইসলাম (বাচ্চু)-কে মনোনয়ন দিয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম বলেন, “আটক ব্যক্তিরা বর্তমানে শ্রীপুর থানায় আছেন। তাদের বিরুদ্ধে অস্ত্র ও অন্যান্য সংশ্লিষ্ট আইনে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button