দেশের চলমান এই সংকট উত্তরণের জন্য জনগণকে বিএনপির হয়ে ঐক্যবদ্ধ হতে হবে – বলেন মোস্তফা জামান

শাকিলা শারমিন: ০৫ (নভেম্বর) ২৫ইং রোজ বুধবার সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানে ঈদগাহ মাঠের পাশে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। এ সময় তার সঙ্গে ছিলেন জুলাই শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, দেশ আজ এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের চলমান এই সংকট উত্তরণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকেই নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। এই দল সর্বদা মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছে।
মোস্তফা জামান বলেন, আওয়ামী লীগ যে পরিমাণে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাট করেছে- তার ফল ভোগ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। কোনো কিছু আজ নিয়ন্ত্রণে নেই। তাই দরকার একটি নির্বাচিত জনবান্ধব সরকার।
তিনি আরো বলেন, এখনই সময় জনগণের ঐক্য গড়ে তোলার। আমাদের সবাইকে সাহসিকতার সঙ্গে মাঠে থাকতে হবে, যাতে দেশ আবার পুরোপুরি গণতান্ত্রিক পথে ফিরে আসতে পারে।
হেলাল তালুকদারের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আহ্বায়ক সদস্য আলী আকবর ও রফিকুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন- উত্তরখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম প্রমুখ।



