অপরাধএক্সক্লুসিভদুর্নীতিপ্রশাসনবাংলাদেশ

সাবেক র‍্যাব ডিজি হারুন ও তাঁর পরিবারের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আবেদন মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ, তাঁর সহধর্মিণী ফাতেহা পারভীন লুনা এবং দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই নিষেধাজ্ঞা আরোপের আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এই নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ডিজি ব্যারিস্টার মো. হারুন অর রশীদের বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগ অনুসন্ধানের জন্য ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আবেদনে দুদক জানায়, বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, অভিযোগ সংশ্লিষ্ট মো. হারুন অর রশীদ ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে দেশের ভেতর পলাতক রয়েছেন। সংস্থাটি আশঙ্কা করছে যে, তাঁরা যেকোনো মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং অনুসন্ধান কাজ যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, সেজন্য তাঁদের বিদেশযাত্রায় অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করা অপরিহার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button