বনানীতে এনসিপি নেতাকে কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন করল কিশোর গ্যাং

জুলাই আন্দোলনে অংশগ্রহণের জেরে হামলার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন রাকিব
ডেস্ক রিপোর্ট: রাজধানীর বনানী এলাকায় পূর্ব শত্রুতার জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী মো. আব্দুর রহমান রাকিবের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই হামলায় তাঁর বাম হাতের কনিষ্ঠ আঙুল কেটে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হাসপাতালে সাংবাদিকদের কাছে হামলার বিস্তারিত জানান রাকিব। তিনি বলেন, বুধবার দুপুরে বনানীর কড়াইল এলাকার এরশাদ মাঠ সংলগ্ন তাঁর বাসভবনে স্থানীয় কিশোর গ্যাং সদস্য রাব্বি, পিচ্চি শাকিল, তামিম, আলাউদ্দিন আলো ও নকীব দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। চাপাতির কোপে তাঁর হাতের আঙুলটি বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীদের মধ্যে তামিম পলাতক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক মাস আগে রাব্বি ও তার সহযোগীরা রাকিবের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে। পরে সামাজিক সালিশে রাব্বিকে জরিমানা করা হলে সে রাকিবকে প্রতিশোধ নেওয়ার হুমকি দেয়। সম্প্রতি এনসিপি এবং শাপলা প্রতীক নিয়ে রাকিবকে কেন্দ্র করে ওই চক্রটি কটূক্তি করছিল। পরিবারের প্রাথমিক ধারণা, এসবের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
আহত রাকিব বলেন, “আমি এবং আমার ছোট ভাই দু’জনই জুলাই আন্দোলনে সক্রিয় ছিলাম। ৫ আগস্টের পর থেকেই হামলাকারীরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। বুধবার দুপুরে তারা চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে সরাসরি বাসায় হামলা করে। আমি কোপ আটকাতে হাত দিলে আঙুলটি কেটে যায়।”
তিনি আরও জানান, হামলাকারীরা ঘটনাস্থল ছাড়ার আগে তাঁর পরিবারের সদস্যদেরকেও প্রাণনাশের হুমকি দিয়ে গেছে।
এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
Source: দৈনিক ইনকিলাব



