চট্টগ্রামচট্টগ্রাম বিভাগপ্রচ্ছদবাংলাদেশবিভাগসংস্কৃতি

এ্যাব চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বিপ্লব উদ্যানে পুষ্প স্তবক অর্পণ ও দিন ব্যাপী কর্মসূচি পালিত

মুহাম্মদ জুবাইর: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার সকাল ১০:৩০ মিনিটে নগরীর বিপ্লব উদ্যানে পূষ্প স্তবক অর্পণের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান মালার সূচনা হয়।দ্বিতীয় পর্বে সন্ধ্যা ০৬ টায় প্রকৌশলীদের সন্তানদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মোহাম্মদ আমিনুর রহমানের সঞ্চালনায় ও এ্যাব চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, প্রকৌশলী মোঃ নুরুল আলম, প্রকৌশলী আবু জাফর, প্রকৌশলী এমদাদুল হক শাহীন, প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী ও প্রকৌশলী আবুল বাশার। এসময় অনুষ্ঠানে এ্যাব চট্টগ্রাম কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঐতিহাসিক ৭ ই নভেম্বর ১৯৭৫ এ যদি সৈনিক জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ মরহুম রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম) কারাবন্দি হতে মুক্ত হয়ে দেশের দায়িত্ব গ্রহণ না করতেন, তাহলে দেশ আজ অমানিশার অন্ধকারে তলিয়ে যেতো। তিনি সে সময়কার বিপ্লবে অংশগ্রহণকারী সিপাহী জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি আরও বলেন সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার শুভ সূচনা হয়েছিল। সমাপনী বক্তব্যে সভাপতি ও প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, সিপাহী জনতার বিপ্লবের ধারাবাহিকতায় ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র – জনতা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের শুভ সূচনা করে। তিনি আরও বলেন পেশাজীবী প্রকৌশলীদের আগামীতে ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ পূর্ণ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখতে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রকৌশলীদের সন্তানদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button