
অপরাধ বিচিত্রা ডেস্ক: বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ঋণ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) সহ মোট ৬৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে প্রায় ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকা ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয়েছে এই মামলায়।
আজ রবিবার (তারিখ উল্লেখ নেই, তবে মামলার দিন) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) এই মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ নিশ্চিত করেছেন যে এটি দুদকের ইতিহাসে দায়ের করা সর্ববৃহৎ মামলা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের ঋণের নামে মোট ৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা (যা বর্তমানে সুদ-আসলে ১০ হাজার ৪৭৯ কোটি ৬২ লাখ টাকা) আত্মসাৎ এবং সিঙ্গাপুরে পাচার করা হয়েছে।
এস আলমসহ ৬৭ জন আসামি পরস্পর যোগসাজশে এই জালিয়াতি করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। তারা ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের জারি করা বিধি, পলিসি এবং সার্কুলারকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন। অপ্রতুল জামানত রাখা, সিআইবি রিপোর্টে উচ্চ ঋণের পরিমাণ থাকা এবং গ্রাহকের ব্যবসায়িক টার্নওভার ঋণসীমার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়া সত্ত্বেও ব্যাংকের ঝুঁকির বিষয়টি বিবেচনা না করে আসামিরা ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণার আশ্রয় নেন।
পরবর্তী সময়ে এস আলম এবং তার স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করা হয়।
মামলার আসামিদের তালিকায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ছাড়াও তার গ্রুপের একাধিক কর্মকর্তা এবং ইসলামী ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
- এস আলম গ্রুপের কর্মকর্তা: মোহাম্মদ আব্দুল্লাহ হাসান, আব্দুস সামাদ, ওসমান গনি, রাশেদুল আলম, সহিদুল আলম, ফারজানা পারভীন, মো. ইসমাইল, এস এম নেছার উল্লাহ, মো. ছাদেকুর রহমান, মো. এহসান উদ্দীন, মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, আনছারুল্লা আলম চৌধুরী, আহসানুল আলম ও মায়মুনা খানম।
- ইসলামী ব্যাংক কর্মকর্তা: মিফতাহ উদ্দীন, মোহাম্মদ সাব্বির, মো. মাহবুব উল আলম, মোহাম্মদ মনিরুল মাওলা, মুহাম্মদ কায়সার আলী, মোহাম্মদ ইহসানুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল কবির, তাহের আহমেদ চৌধুরী, মো. নাজমুল হাসান, মোহাম্মদ সেলিম উদ্দিন, আবদুল মতিন, মো. সিরাজুল করিম, মো. জয়নাল আবেদীন, কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, তানভীর আহমেদ, মো. কামরুল হাসান, খুরশিদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, মো. মোসাদ্দেক উল আলম, মো. জাকির হোসেন, মো. কামাল হোসেন গাজী, আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, মো. সাইফুল ইসলাম, ড. মো. ফসিউল আলম, ড. মোহাম্মদ সালেহ জহুর, মো. সোলায়মান, মো. কামাল উদ্দীন, মো. আবদুল হামিদ, আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. সাইফুল ইসলাম প্রমুখ।
দুদকের এই মামলার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে সর্ববৃহৎ ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হলো।



