চট্টগ্রামচট্টগ্রাম বিভাগদেশবানিজ্য সংবাদবাংলাদেশসম্পাদকীয়

চট্টগ্রাম বন্দর ইজারা না দেওয়ার আহ্বান: পেশাজীবী পরিষদ

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা চলতি বছরের ডিসেম্বরে দেশি বা বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম। জাতীয় স্বার্থের পরিপন্থী এই সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

বিবৃতিতে পরিষদ জানায়, দেশের প্রধান এই সমুদ্রবন্দরটি নিজস্ব ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং প্রতিবছর আড়াই হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জন করছে। যেহেতু চট্টগ্রাম বন্দর নিজস্ব সক্ষমতা ও দক্ষতার সঙ্গে সফলভাবে পরিচালিত হচ্ছে, তাই এখানে কোনো বিদেশি অপারেটরের বিনিয়োগ বা পরিচালনার প্রয়োজন নেই।

জাহিদুল করিম কচি ও ডা. খুরশীদ জামিল চৌধুরী বলেন, চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনালে বিনিয়োগ ও পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের বিষয়টি দেশে দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে যে প্রক্রিয়া শুরু হয়েছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারও তা এগিয়ে নিচ্ছে, যা স্পষ্টতই দেশের জাতীয় স্বার্থের পরিপন্থী।

তারা আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দর দেশের জন্য একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এই গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদকে বিদেশি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তা দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করবে। জনগণের স্বার্থ রক্ষার জন্য সরকারকে এই ইজারা পরিকল্পনা অবিলম্বে বাতিল করার জোর দাবি জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button